হোম > সারা দেশ > রাজবাড়ী

স্বাভাবিক হচ্ছে না দৌলতদিয়া ফেরিঘাটের যানজট

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়ায় ১৭টি ফেরি দিয়েও যানজট পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না ঘাট কর্তৃপক্ষ। ফেরি সংকটের কারণে গত কয়েক সপ্তাহ ধরেই দীর্ঘ যানজট লেগেই আছে। ফলে ভোগান্তির শিকার হয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন চালক ও যাত্রীরা।

সরেজমিনে ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট এলাকায় পারের অপেক্ষায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ‍্যবাহী ট্রাক। প্রতিটা যানবাহনকে ফেরিতে উঠতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। ফলে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা। যাত্রীবাহী পরিবহন কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফেরিতে উঠতে পারলেও পণ‍্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষায় থাকছে দিনের পর দিন। 

এ বিষয়ে ঈগল পরিবহনের চালক ইসলাম শেখ বলেন, আজ শুক্রবার বিকেল ৪টায় ঘাটে এসেছি। এখন সন্ধ্যা ছয়টা বাজে। এতক্ষণ পরেও ফেরিতে উঠতে আরও ঘণ্টা দু-এক সময় লাগবে।

ট্রাক চালক খোরশেদ আলম জানান, ফেরি পারের জন্য দুই দিন ধরে অপেক্ষায় রয়েছি। ট্রাকের নিচে গামছা পেতে রাতে ঘুমিয়ে থাকি। খাবার দাবারের সমস্যা হচ্ছে। কবে ফেরিতে উঠতে পারব জানি না। 

আরেক ট্রাক চালক হাবিবুর রহমান বলেন, খুবই কষ্টে রয়েছি। এখানে দুই দিন আটকে আছি। ঘাটের আশপাশে খাবার হোটেল, ঘুমানোর জায়গা, শৌচাগার কিছুই নাই। এ দুর্ভোগ কবে শেষ হবে তাও জানি না। 

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক জামাল হোসেন বলেন, এই রুটে ২০টি ফেরি রয়েছে। এর মধ্যে ছোট বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সংকটের কারণে এই যানজট সৃষ্টি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছি। 

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা