হোম > সারা দেশ > রাজবাড়ী

তাপপ্রবাহে বালিয়াকান্দিতে পথচারীদের শরবত খাওয়াল ছাত্রলীগ 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বৈশাখের প্রচণ্ড তাপদাহে পুড়ছে সারা দেশ। টানা প্রায় এক মাস ধরে তীব্র গরম, খরা, অনাবৃষ্টিসহ বৈরি আবহাওয়া বিরাজ করছে। বিশুদ্ধ খাবার পানির সঙ্কটও তীব্র। এতে দুঃসহ হয়ে পড়েছে জনজীবন। পানির সন্ধানে মানুষ ছুটছে দূর-দূরান্তে। তাই তীব্র তাপপ্রবাহ ও খরায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে বালিয়াকান্দি সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। 

পথচারীদের স্বস্তির জন্য আজ রোববার দুপুরে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে শরবত বিতরণ করা হয়। বরফ, ট্যাং, লেবু ও চিনি মিশ্রিত শরবত পেয়ে খুশি ভ্যানচালক, অটোচালক ও পথচারীরা। 
 
শরবত খেয়ে স্বস্তি প্রকাশ করে ষাটোর্ধ আলিম বিশ্বাস বলেন, ‘গরমে খুব কষ্ট হচ্ছিল। এখানকার তরুণেরা ডেকে শরবত খাওয়ালো। এখন খুব স্বস্তি হচ্ছে। ওদের জন্য দোয়া করি।’ 

ভ্যানচালক ইয়াসিন খাঁ বলেন, ‘সারাদিন ভ্যানে রোদের মধ্যে পুড়তে হয়। এই রোদে খুব কষ্ট হয়, বাসস্ট্যান্ড এলাকাতে আসতেই কয়েকজন তরুণ ঠান্ডা শরবত খাওয়ালো। প্রাণটা একদম জুড়িয়ে গেছে।’ 

উদ্যোগ নেওয়া ছাত্রলীগ নেতা আবতাহিজ্জামান আবির ও রাতুল হাসান সজীব বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখের তত্ত্বাবধানে তীব্র তাপপ্রবাহে বালিয়াকান্দিতে পথচারী ও শ্রমজীবী ভাইদের তৃঞ্চা মেটাতে বালিয়াকান্দি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে সুপেয় পানি ও খাবার শরবত বিতরণ করা হয়েছে।’ 

এ সময় উপস্থিত ছিলেন আশিক মল্লিক, পলাশ পাল, রাতুল দেবনাথ, ইরসানুল আরেফিন উৎসসহ কলেজ ছাত্রলীগের কর্মীরা।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন