বৈশাখের প্রচণ্ড তাপদাহে পুড়ছে সারা দেশ। টানা প্রায় এক মাস ধরে তীব্র গরম, খরা, অনাবৃষ্টিসহ বৈরি আবহাওয়া বিরাজ করছে। বিশুদ্ধ খাবার পানির সঙ্কটও তীব্র। এতে দুঃসহ হয়ে পড়েছে জনজীবন। পানির সন্ধানে মানুষ ছুটছে দূর-দূরান্তে। তাই তীব্র তাপপ্রবাহ ও খরায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে বালিয়াকান্দি সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
পথচারীদের স্বস্তির জন্য আজ রোববার দুপুরে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে শরবত বিতরণ করা হয়। বরফ, ট্যাং, লেবু ও চিনি মিশ্রিত শরবত পেয়ে খুশি ভ্যানচালক, অটোচালক ও পথচারীরা।
শরবত খেয়ে স্বস্তি প্রকাশ করে ষাটোর্ধ আলিম বিশ্বাস বলেন, ‘গরমে খুব কষ্ট হচ্ছিল। এখানকার তরুণেরা ডেকে শরবত খাওয়ালো। এখন খুব স্বস্তি হচ্ছে। ওদের জন্য দোয়া করি।’
উদ্যোগ নেওয়া ছাত্রলীগ নেতা আবতাহিজ্জামান আবির ও রাতুল হাসান সজীব বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখের তত্ত্বাবধানে তীব্র তাপপ্রবাহে বালিয়াকান্দিতে পথচারী ও শ্রমজীবী ভাইদের তৃঞ্চা মেটাতে বালিয়াকান্দি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে সুপেয় পানি ও খাবার শরবত বিতরণ করা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন আশিক মল্লিক, পলাশ পাল, রাতুল দেবনাথ, ইরসানুল আরেফিন উৎসসহ কলেজ ছাত্রলীগের কর্মীরা।