হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মার স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল ব্যাহত

প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী): পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অপরদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর গণপরিবহন চালু হওয়ায় গাড়ির বাড়তি চাপ লক্ষ করা গেছে। এতে নদী পারাপারের জন্য প্রায় সাত শতাধিক ছোট বড় যানবাহন জমে গেছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় সাড়ে ৪ শতাধিক বাস ও ট্রাক দেখা যায়। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে দেখা গেছে অপেক্ষমাণ প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ ৯টি রোরো ফেরি ও ৭টি ইউটিলিটি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি ঘাট থাকলেও ১ ও ২ নম্বর ফেরি ঘাট দীর্ঘদিন বন্ধ রয়েছে। এ ছাড়া ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনে ফেরি লোড-আনলোডের জন্য তিনটি পকেটের একটিতে সংস্কার কাজ চলার কারণে ওই পকেটটিতে কোন ফেরি ভিড়তে পারছে না। ফলে ২টি পকেট দিয়ে গাড়ি চলছে। ছোট ফেরিগুলো আনলোড করতে আরেকটি ফেরির পেছনে অপেক্ষা করতে হচ্ছে।

দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. জহুরুল হক বলেন, যাত্রীবাহী বাস ও কাঁচামাল বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। অপচনশীল পণ্য বোঝাই ট্রাকগুলোকে গোয়ালন্দ মোড়ে লাইন দিয়ে রাখা হয়েছে। ফেরি পারাপারের অপেক্ষায় প্রায় সাত শতাধিক বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে।

বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাট শাখার সহ-উপ মহাব্যবস্থাপক (এজিএম) মো. ফিরোজ শেখ বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল, পুনরায় বাস চলাচল শুরু হওয়ায় গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে। জরুরি ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচামাল বোঝাই ট্রাক পারাপার করা হচ্ছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস