হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ। ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফ্ল্যাট বরাদ্দের লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. ফাহিমুল ইসলাম।

উত্তরা দিয়াবাড়ীতে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন ভিলেজে ২ ক্যাটাগরির ১ হাজার ৯০ বর্গফুট ও ১ হাজার ২৯৪ বর্গফুটের দুটি ব্লকের ১২টি ভবনে মোট ১ হাজার ৩৪৪ ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এ ছাড়া প্রকল্প এলাকায় একটি মসজিদ, একটি ক্লিনিক, একটি কমিউনিটি সেন্টার, একটি কমিউনিটি মার্কেট, খেলার মাঠ ইত্যাদি সুবিধা রয়েছে।

প্রথমে গুচ্ছভিত্তিক এবং পরে এককভিত্তিক আবেদনকারীদের মাঝে লটারি অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ব্লক-বি-এর রূপসা ভবনের ১ হাজার ৯০ বর্গফুটের ফ্ল্যাটের জন্য ১০৪ জন আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার পুনর্বাসন ভিলেজের ব্লক-এ-এর গড়াই এবং ইছামতি ভবনের ১ হাজার ২৯৪ বর্গফুটের ফ্ল্যাটের জন্য মোট ১৯৮ জন আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠিত হবে।

আবেদনকারীদের উপস্থিতিতে তিন স্তরের (গুচ্ছ, ফ্লোর ও ফ্ল্যাট) লটারি অনুষ্ঠানের মাধ্যমে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে লটারি অনুষ্ঠিত হয়। এ সময় আবেদনকারীদের নির্বাচিত ফ্ল্যাটের নম্বর জানিয়ে দেওয়া হয়।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা