হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ। ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফ্ল্যাট বরাদ্দের লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. ফাহিমুল ইসলাম।

উত্তরা দিয়াবাড়ীতে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন ভিলেজে ২ ক্যাটাগরির ১ হাজার ৯০ বর্গফুট ও ১ হাজার ২৯৪ বর্গফুটের দুটি ব্লকের ১২টি ভবনে মোট ১ হাজার ৩৪৪ ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এ ছাড়া প্রকল্প এলাকায় একটি মসজিদ, একটি ক্লিনিক, একটি কমিউনিটি সেন্টার, একটি কমিউনিটি মার্কেট, খেলার মাঠ ইত্যাদি সুবিধা রয়েছে।

প্রথমে গুচ্ছভিত্তিক এবং পরে এককভিত্তিক আবেদনকারীদের মাঝে লটারি অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ব্লক-বি-এর রূপসা ভবনের ১ হাজার ৯০ বর্গফুটের ফ্ল্যাটের জন্য ১০৪ জন আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার পুনর্বাসন ভিলেজের ব্লক-এ-এর গড়াই এবং ইছামতি ভবনের ১ হাজার ২৯৪ বর্গফুটের ফ্ল্যাটের জন্য মোট ১৯৮ জন আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠিত হবে।

আবেদনকারীদের উপস্থিতিতে তিন স্তরের (গুচ্ছ, ফ্লোর ও ফ্ল্যাট) লটারি অনুষ্ঠানের মাধ্যমে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে লটারি অনুষ্ঠিত হয়। এ সময় আবেদনকারীদের নির্বাচিত ফ্ল্যাটের নম্বর জানিয়ে দেওয়া হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে