হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে এক দিনের শোক, উপ-রেজিস্ট্রারসহ ৪ জন বরখাস্ত

জাবি প্রতিনিধি 

শিক্ষার্থী নিহতের ঘটনায় মঙ্গলবার রাতে অবস্থান কর্মসূচি পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা করিম নিহতের ঘটনায় এক দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে উপ-রেজিস্ট্রারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত দুটি ভিন্ন ভিন্ন অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (এস্টেট -১) আব্দুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।

কর্মকর্তাকে বরখাস্তসংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উদ্ভূত পরিস্থিতিতে এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার (এস্টেট-১) আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেমকে সাময়িকভাবে এস্টেট অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আফসানা করিমের মর্মান্তিক মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার ২০ নভেম্বর শোক দিবস ঘোষণা করেছে। শোক দিবসে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। পরিবহন অফিসের সব ধরনের বাস-গাড়ি চলাচল বন্ধ থাকবে।

এদিকে আফসানা করিম নিহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন, সার্বিক নিরাপত্তাসহ আট দাবিতে মঙ্গলবার রাতে অবস্থান কর্মসূচি পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর রাত পৌনে ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন। তবে ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণের অগ্রগতি না দেখা গেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত