হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় যুবদল নেতা সাঈদ হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শ্যামপুর–কদমতলী, প্রতিনিধি

রাজধানীর ডেমরায় যুবদল নেতা সাঈদ আহমেদ হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নিহত সাইদ আহমেদ ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন। 

আজ শুক্রবার বিকেলে ডেমরা স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্ত খুনিদের ফাঁসির দাবিতে নানা স্লোগান দেন এলাকাবাসী। জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সাঈদের পরিবারের সদস্য ও এলাকাবাসী বলেন, ‘সাঈদ খালেদা জিয়া ও তারেক রহমানের পাগল ছিলেন। এলাকার কতিপয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পূর্বশত্রুতার জেরে তাঁকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। শেখ হাসিনার পতনের দিনে সাঈদ এলাকায় এসে বিএনপির পক্ষে নানা কর্মসূচি পালন করতে থাকেন। ৯ আগস্ট বিকেলে মিছিল শেষে সাঈদ এলাকায় এসে তাঁর বাড়িতে যান। ওই দিন রাতে বাহির টেংরা কোবা মসজিদসংলগ্নে খুনিরা সাঈদকে কুপিয়ে হত্যা করে। এ সময় তাঁর চোখ উপড়ে ফেলা হয়।’ 

তাঁরা আরও বলেন, ‘সাঈদ হত্যার পরের দিন ১০ আগস্ট অভিযুক্ত ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এদিকে পুলিশ মাঠপর্যায়ে শতভাগ দায়িত্ব পালন শুরু করেনি বলে প্রকৃত খুনিদের এখনো গ্রেপ্তারের আওতায় আনা সম্ভব হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি নিয়ে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি।’ 

এ বিষয়ে মৃতের স্ত্রী ও মামলার বাদী বীথি বলেন, ‘রাতের আঁধারে খুনিরা পূর্বপরিকল্পিতভাবে আমার স্বামীকে নৃশংস ও নির্মমভাবে হত্যা করেছে। তাই দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ 
 
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘সাঈদ হত্যার পর আমরা মামলা নিয়েছি। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন