হোম > সারা দেশ > ঢাকা

উত্তরখানে কোরআন নিয়ে কটূক্তির অভিযোগে একজন আটক

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করার অভিযোগে অমর চান সরকার (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

উত্তরখান মৈনারটেকের চৌরাবাড়ি (ব্যাঙ্গারবাড়ি) এলাকা থেকে সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশ।

আটক হওয়া ওই ব্যক্তি হলেন উত্তরখানের মৈনারটেকের চৌরাবাড়ি এলাকার বজরাজের ছেলে অমর সরকার।

এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে কোরআন নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগে অমর চান সরকার নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে কোরআন নিয়ে অমরের বাজে মন্তব্যটি জানাজানি হলে উত্তরখান এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। সেই সঙ্গে উত্তেজিত জনতা ওই বাড়ির আশপাশে জড়ো হতে থাকেন। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে সাদাপোশাকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

এদিকে ঘটনাস্থলে থাকা উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউদ্দিন আহমেদ বলেন, কটূক্তি নিয়ে ব্যাঙ্গারবাড়ি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ