রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি কালন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব ৷ গতকাল শুক্রবার সন্ধ্যায় ধর্ষণ মামলার পলাতক এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, কালন মিয়া এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় গতকাল ধর্ষণ মামলা করা হয়। তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর থেকে বাঁচতে তিনি খিলগাঁও এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার আগেই র্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কালন মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।