টাঙ্গাইলের সখীপুরে কাভার্ড ভ্যানের চাপায় রনি আহমেদ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকাল ন৯টার দিকে সখীপুর-শহরগোপীনপুর সড়কের দেবলচালা আলতার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রনি উপজেলার ছোটচওনা গ্রামের আব্দুল লতিফের ছেলে ও বড়চওনা-কুতুবপুর (বিকে) কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে রনি আহমেদ নিজের মোটরসাইকেল নিয়ে সখীপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। দেবলচালা আলতার মোড় এলাকায় পৌঁছালে সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলসহ তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত রনি আহমেদকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রনিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। তবে নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।