হোম > সারা দেশ > ঢাকা

ঈদের দিনে জমজমাট ঢাকার বিনোদনকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় জমে উঠেছে ঢাকা ও আশপাশের বিনোদনকেন্দ্রগুলো। আজ মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে ধীরে ধীরে বিনোদনকেন্দ্রে দর্শনার্থী আসা শুরু করে দিয়েছেন। কোরবানি ঈদের দিনেই দর্শনার্থীদের সংখ্যা কম থাকলেও সন্ধ্যার পরে লোকসমাগম বেশি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। বন্ধুবান্ধব, পরিবার-পরিজন বা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে আসতে শুরু করেছেন বিনোদনকেন্দ্রগুলোতে। উপভোগ করছেন ঈদের আনন্দ।

ঢাকার প্রধান বিনোদনকেন্দ্রগুলো যেমন—মিরপুর জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, উত্তরার দিয়াবাড়ী, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক, জিয়া উদ্যান, আহসান মঞ্জিল, হাতিরঝিল, জাতীয় জাদুঘর, শ্যামলী শিশু মেলা, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, বুড়িগঙ্গা ইকো পার্ক, যমুনা ফিউচার পার্ক, ওয়ান্ডারল্যান্ড পার্ক, লালবাগ কেল্লা, ৩০০ ফুট সংলগ্ন পূর্বাচলে মানুষ ঘুরতে বের হয়ে পড়েছে। বিনোদনকেন্দ্রগুলোতে আজকের এই ঈদের দিনে মানুষ ভিড়তে শুরু করেছে বেশ। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু ছোট ছোট বিনোদনকেন্দ্র রয়েছে।

রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন জায়গা হয়ে উঠেছে মনোরম পরিবেশ। যেখানে ইট-পাথরের ব্যস্ত শহর, সেখানে পরিণত হয়েছে আলাদা এক সৌন্দর্যের অভূতপূর্ব জায়গা। আশপাশে রয়েছে রেস্টুরেন্টে ও ছোট ছোট দোকানে খাবারের জায়গা। দর্শনার্থীরা বিনোদনকেন্দ্রগুলোতে আনন্দ উপভোগ করছেন আর মিশে যাচ্ছেন এক কাল্পনিক অনুভূতির স্বর্গরাজ্যে। প্রয়োজন মোতাবেক খাচ্ছেন প্রিয়জনের সঙ্গে বাহারি খাবার।

ছবি: আজকের পত্রিকা

এদিকে বড় পর্দায় অর্থাৎ, সিনেমাগুলোতেও ভিড় দর্শকদের। এবার ঈদে বেশি সিনেমার দিকে আগ্রহ দেখাবে মানুষ বলে মনে করছে সিনেমা কমপ্লেক্সের মালিকপক্ষ। ঈদুল আজহায় তাণ্ডব, উৎসব, ইনসাফ, টগর, এশা মার্ডার: কর্মফল, নীলচক্র সিনেমাগুলো দেখবেন এবার। এগুলো রাজধানীর স্টার সিনেপ্লেক্সে, ব্লকবাস্টার সিনেমাসহ বিভিন্ন সিনেমায় দেখানো হচ্ছে।

ছবি: আজকের পত্রিকা

মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে মোস্তাফিজুর রহমান জানান, সকালে কোরবানি দিয়ে কিছু কাজ শেরে পরিবারকে সময় দিতে এসেছি। ঈদের ছুটি ছাড়া সময় তো দেওয়া হয় না তেমন। তাই ঈদের দিনে সপরিবারে ঘুরতে এসেছি।

বোটানিক্যাল গার্ডেনে এক দর্শনার্থী জানান, প্রিয় মানুষকে সময় দিতে এসেছি। ঈদের দিনে আসা একটা অনুভূতি ভিন্ন রকমের।

নিরাপত্তার বিষয় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছেন, রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে কঠোর নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শনার্থীদের আনন্দ নিরাপদ করতে আমাদের বাহিনী প্রস্তুত।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ