হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনে কারচুপির অভিযোগ: তাবিথ আওয়ালের মামলা চলবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের করা মামলা চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে বিচারপতি শেখ আব্দুল আওয়ালের একক বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলা চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাবিথ আওয়ালের আইনজীবী অনীক আর হক।

ব্যারিস্টার অনীক আর হক বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়। ওই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে তাবিথ আওয়াল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন। তবে বর্তমান নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম একটি আবেদন করে বলেন, সেখানে মামলাটি চলতে পারে না। পরে ট্রাইব্যুনাল তাদের আবেদনটি খারিজ করে দিলে তারা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট শুনানি শেষে বলেছেন, ইভিএমে কারচুপির বিষয়ে ট্রাইব্যুনালে সিদ্ধান্ত হবে। অবিলম্বে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নির্বাচনের পর অনিয়মের অভিযোগ তোলে ২০২০ সালের ২ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে ওই মামলা করেন তাবিথ আওয়াল। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনের সামগ্রিক ফল বাতিল চাওয়া হয়ে। আবেদনের তিন বছর পর মামলাটি এবার নিষ্পত্তির দিকে এগোচ্ছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন