হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনে কারচুপির অভিযোগ: তাবিথ আওয়ালের মামলা চলবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের করা মামলা চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে বিচারপতি শেখ আব্দুল আওয়ালের একক বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলা চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাবিথ আওয়ালের আইনজীবী অনীক আর হক।

ব্যারিস্টার অনীক আর হক বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়। ওই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে তাবিথ আওয়াল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন। তবে বর্তমান নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম একটি আবেদন করে বলেন, সেখানে মামলাটি চলতে পারে না। পরে ট্রাইব্যুনাল তাদের আবেদনটি খারিজ করে দিলে তারা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট শুনানি শেষে বলেছেন, ইভিএমে কারচুপির বিষয়ে ট্রাইব্যুনালে সিদ্ধান্ত হবে। অবিলম্বে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নির্বাচনের পর অনিয়মের অভিযোগ তোলে ২০২০ সালের ২ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে ওই মামলা করেন তাবিথ আওয়াল। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনের সামগ্রিক ফল বাতিল চাওয়া হয়ে। আবেদনের তিন বছর পর মামলাটি এবার নিষ্পত্তির দিকে এগোচ্ছে। 

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার