হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনে কারচুপির অভিযোগ: তাবিথ আওয়ালের মামলা চলবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের করা মামলা চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে বিচারপতি শেখ আব্দুল আওয়ালের একক বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলা চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাবিথ আওয়ালের আইনজীবী অনীক আর হক।

ব্যারিস্টার অনীক আর হক বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়। ওই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে তাবিথ আওয়াল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন। তবে বর্তমান নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম একটি আবেদন করে বলেন, সেখানে মামলাটি চলতে পারে না। পরে ট্রাইব্যুনাল তাদের আবেদনটি খারিজ করে দিলে তারা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট শুনানি শেষে বলেছেন, ইভিএমে কারচুপির বিষয়ে ট্রাইব্যুনালে সিদ্ধান্ত হবে। অবিলম্বে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নির্বাচনের পর অনিয়মের অভিযোগ তোলে ২০২০ সালের ২ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে ওই মামলা করেন তাবিথ আওয়াল। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনের সামগ্রিক ফল বাতিল চাওয়া হয়ে। আবেদনের তিন বছর পর মামলাটি এবার নিষ্পত্তির দিকে এগোচ্ছে। 

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ