ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের করা মামলা চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে বিচারপতি শেখ আব্দুল আওয়ালের একক বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলা চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাবিথ আওয়ালের আইনজীবী অনীক আর হক।
ব্যারিস্টার অনীক আর হক বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়। ওই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে তাবিথ আওয়াল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন। তবে বর্তমান নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম একটি আবেদন করে বলেন, সেখানে মামলাটি চলতে পারে না। পরে ট্রাইব্যুনাল তাদের আবেদনটি খারিজ করে দিলে তারা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট শুনানি শেষে বলেছেন, ইভিএমে কারচুপির বিষয়ে ট্রাইব্যুনালে সিদ্ধান্ত হবে। অবিলম্বে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নির্বাচনের পর অনিয়মের অভিযোগ তোলে ২০২০ সালের ২ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে ওই মামলা করেন তাবিথ আওয়াল। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনের সামগ্রিক ফল বাতিল চাওয়া হয়ে। আবেদনের তিন বছর পর মামলাটি এবার নিষ্পত্তির দিকে এগোচ্ছে।