হোম > সারা দেশ > টাঙ্গাইল

৩ ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তিনটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত এবং অপর একটি ট্রাকের চালক আহত হয়েছেন। 

নিহত শাহিন আলম (৩০) ঢাকা মেট্রো-ট-১৫-৬৫২৮নং ট্রাকের চালক ও বগুড়ার শেরপুর উপজেলার মাগুরগাড়ী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। আহত ট্রাকচালক মো. রফিকুল ইসলাম (৪০) ঢাকা মেট্রো-ট-১৬-০০৪৪নং ট্রাকের চালক ও টাঙ্গাইল সদর উপজেলার গালা এলাকার দানেছ আলীর ছেলে। 

আজ রোববার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাকচালককে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

অপরদিকে, দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে সল্লা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত  ধীরগতিতে চলাচল করে যানবাহন।

এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মুস্তাফিজুর রহমান জানান, নিহত ট্রাকচালক সিমেন্ট নিয়ে বগুড়ার শেরপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি জোকারচর পৌঁছালে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গাজীপুরগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাকের চালক শাহিন মারা যান। গুরতর আহত হন বালুবাহী ট্রাকের চালক রফিকুল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির