হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় ৭ কেজি সোনাসহ আটক ৩ 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় ৭ কেজি ৩০০ গ্রাম সোনাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক থেকে এই সোনা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বনগ্রামের নাহিদুল ইসলাম (২০), বাবুপাড়া ইউনিয়নের সাত্তার শেখ (৩৩) ও কুষ্টিয়ার খোকসা উপজেলার জহুরুল ইসলাম (৩৫)।

সোনাসহ তিনজন আটকের বিষয়টি আজ দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে পাংশা থানার পুলিশ নিয়মিত টহল শেষে ফেরার পথে চাঁদপুর এলাকায় একটি মোটরসাইকেলের তিন অরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁদের রোধ করে। এ সময় মোটরসাইকেলের আরোহীরা পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে তাঁদের আটকের পর জিজ্ঞাসাবাদে জানান, তিনটি সোনার বার তাঁরা ফেলে দিয়েছেন। তাঁদের তথ্য মতে সোনার বার তিনটি উদ্ধার করে পুলিশ। এরপর আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর নাহিদুল নামের একজনের জুতার নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো আরও সাতটি সোনার বার উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, উদ্ধার করা সোনার বারগুলো পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান প্রমুখ।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ