হোম > সারা দেশ > কুমিল্লা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১১ জনকে সাজা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রভাব বিস্তার, আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ১১ জনকে সাজা প্রদান করা হয়েছে। আজ বুধবার তাঁদের এই সাজা দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুসিক নির্বাচনে নগরীর বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই বহিরাগতকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় ক্ষমতা ব্যবহার করে নির্বাচন কার্যক্রম প্রভাবিত করার অপরাধে কে এম দিদার হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে তিন দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ।

নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পিটিআই কেন্দ্রে দুজনকে আচরণবিধিমালা ভঙ্গ করায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ। নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বড় পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতদের উপস্থিতি ও ভোটারদের প্রভাবিত করার অপরাধে দুজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম। এ ছাড়া নগরীর হোচ্ছামিয়া লুৎফুন নেছা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত প্রবেশ ও প্রভাব বিস্তারের অপরাধে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

এ ছাড়া নগরীর ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর এজেন্টকে জরিমানা করা হয়েছে। অনুমতি না নিয়ে ভোটকক্ষ থেকে বের হয়ে ভোটার আনার অভিযোগে এ জরিমানা করা হয়। কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া আফরিন এ জরিমানা করেন।

জাকিয়া আফরিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে তাঁদের এই জেল ও জরিমানা প্রদান করা হয়। বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী বিধি রক্ষায় কাজ করছেন ম্যাজিস্ট্রেটরা।’ 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত