হোম > সারা দেশ > কুমিল্লা

আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: কুমিল্লার এসপি

 কুমিল্লা প্রতিনিধি 

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহম্মেদ খান। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরাবাজার থানার করইবাড়ী এলাকায় গ্রামবাসীর পিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরেকজন চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহম্মেদ খান বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

পুলিশ সুপার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে এবং আহত একজনকে হাসপাতালে পাঠায়।

পুলিশ সুপার আরও বলেন, কোনো অপরাধী থাকলে তাকে পুলিশে সোপর্দ করা উচিত ছিল। কিন্তু তারা আইন নিজের হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত ছিল। প্রশাসনের নজরে আনা হলেও দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম বন্ধ হয়নি। ক্ষোভ ও উত্তেজনার জেরে আজ সকালে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের বাড়ি ঘেরাও করে এবং দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে।

নিহত ব্যক্তিরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৫)। গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (৩০)। যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহত ব্যক্তিরা এলাকার চিহ্নিত অপরাধী। তাঁদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গরাবাজার থানায় মাদক, ডাকাতি, সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তে অভিযান চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর করইবাড়ী গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অনেকে এলাকা ছেড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন