হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধারে গিয়ে মিলল ৭ চোরাই মোটরসাইকেল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে একটি বাইসাইকেল থেকে খোঁজ মিলেছে সাতটি চোরাই মোটরসাইকেলের। চোরাই চক্রের সদস্যের একজন একটি বাইসাইকেল বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ চট্টগ্রামে পটিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করে এবং চোরাই মোটরসাইকেলগুলো জব্দ করে। 

গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই বাইকগুলো জব্দ করা হয়। এই ঘটনায় রোববার বন্দর থানায় একটি মামলা হয়। এ মামলায় আবিদ হোসেন শ্রাবণ (১৭) নামে এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি দুজন হলেন—মো. আমান (২৫) ও মো. সাজ্জাদ হোসেন (৩১)। 

এ বিষয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আজকের পত্রিকাকে বলেন, “ ‘উই আর চিটাগাং’ নামে একটি ফেসবুক গ্রুপে কয়েকটা মোটরসাইকেল হারিয়ে যাওয়ার পোস্ট দেওয়া হয়। এ সময় সেখানে কয়েকটি ভিডিও দেওয়া হয়েছিল। গ্রুপটির বিভিন্ন পোস্ট দেখে শ্রাবণের ওপর সন্দেহ হয়। সে মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্য। শনিবার বন্দর থানাধীন পশ্চিম নিমতলা খালপাড়ে একটি চোরাই মোটরসাইকেল বিক্রি করতে আসলে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে চক্রটির বিষয়ে তথ্য পাওয়া যায়।’ 

এসআই আরও বলেন, ‘শ্রাবনের দেওয়া তথ্যমতে পটিয়া শান্তিরহাট থেকে আমানকে নম্বরপ্লেটবিহীন একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে চক্রের আরেক সদস্য সাজ্জাদ হোসেনকেও গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে আরও ৬টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযুক্তরা চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত।’ 

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু