হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধারে গিয়ে মিলল ৭ চোরাই মোটরসাইকেল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে একটি বাইসাইকেল থেকে খোঁজ মিলেছে সাতটি চোরাই মোটরসাইকেলের। চোরাই চক্রের সদস্যের একজন একটি বাইসাইকেল বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ চট্টগ্রামে পটিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করে এবং চোরাই মোটরসাইকেলগুলো জব্দ করে। 

গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই বাইকগুলো জব্দ করা হয়। এই ঘটনায় রোববার বন্দর থানায় একটি মামলা হয়। এ মামলায় আবিদ হোসেন শ্রাবণ (১৭) নামে এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি দুজন হলেন—মো. আমান (২৫) ও মো. সাজ্জাদ হোসেন (৩১)। 

এ বিষয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আজকের পত্রিকাকে বলেন, “ ‘উই আর চিটাগাং’ নামে একটি ফেসবুক গ্রুপে কয়েকটা মোটরসাইকেল হারিয়ে যাওয়ার পোস্ট দেওয়া হয়। এ সময় সেখানে কয়েকটি ভিডিও দেওয়া হয়েছিল। গ্রুপটির বিভিন্ন পোস্ট দেখে শ্রাবণের ওপর সন্দেহ হয়। সে মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্য। শনিবার বন্দর থানাধীন পশ্চিম নিমতলা খালপাড়ে একটি চোরাই মোটরসাইকেল বিক্রি করতে আসলে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে চক্রটির বিষয়ে তথ্য পাওয়া যায়।’ 

এসআই আরও বলেন, ‘শ্রাবনের দেওয়া তথ্যমতে পটিয়া শান্তিরহাট থেকে আমানকে নম্বরপ্লেটবিহীন একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে চক্রের আরেক সদস্য সাজ্জাদ হোসেনকেও গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে আরও ৬টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযুক্তরা চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত।’ 

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা