হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএম ডিপো থেকে পণ্যভর্তি অক্ষত কনটেইনার সরানো শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর আটকা পড়া অক্ষত পণ্যভর্তি কন্টেইনার ছাড় করছেন আমদানি-রপ্তানিকারকেরা। ডিপোতে প্রায় ১২ শ একক পণ্যভর্তি কন্টেইনার আছে; যেগুলো ডিপোর কার্যক্রম বন্ধ থাকায় গত ৪ জুন থেকে আটকা পড়ে। এখন আমদানি-রপ্তানিকারকেরা নিজেদের উদ্যোগেই কাস্টমসের অনুমতি নিয়ে সেগুলো ছাড় করে নিচ্ছেন। 

জানতে চাইলে বিএম কন্টেইনার ডিপোতে কর্মরত কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা আজকের পত্রিকাকে বলেন, ডিপো চালুর অনুমতি দেয়নি কাস্টমস। তবে ডিপোতে আটকে থাকা পণ্যভর্তি অক্ষত কন্টেইনার ছাড়িয়ে নেওয়ার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে ছাড়ের অনুমতি দিচ্ছে। নতুন করে কোনো কন্টেইনার ডিপোতে নেওয়ার সুযোগ নেই। গত তিন দিনে ৪০ থেকে ৫০টি চালান ছাড় দেওয়া হয়েছে। এতে ১০০ থেকে ১৫০টি অক্ষত কন্টেইনার সরিয়ে নেওয়া হচ্ছে। 

বিএম কন্টেইনার ডিপোর ম্যানেজার (অপারেশন) আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ডিপো চালুর অনুমতির আবেদন করিনি। এখন ডিপোতে আটকে থাকা কন্টেইনার মালিকেরাই কাস্টমসের তাদের পণ্য ছাড়ের আবেদন করেছেন। এই ধরনের ৫০টি আবেদন জমা পড়েছে কাস্টমসে। কাস্টমস যাচাই করে সেগুলো অনুমোদন দিচ্ছে। মূলত ডিপো কাস্টমস ও আমদানিকারক বা রপ্তানিকারকের প্রতিনিধির উপস্থিতিতেই স্কোটিং করে আলাদা করা হচ্ছে। এখনো যে পণ্যগুলো খুব ভালো রয়েছে, তা রপ্তানির জন্য আজ রাত (বুধবার) থেকে জাহাজীকরণ করা হবে। যেগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তা আবার কারখানায় মেরামত করে রপ্তানি করা হবে।’ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ