হোম > সারা দেশ > চাঁদপুর

নিখোঁজের আট দিনেও ওষুধ ব্যবসায়ী খোকনের সন্ধান মেলেনি

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারের ওষুধ ব্যবসায়ী মো. সেলিম হোসেন খোকন আট দিন ধরে নিখোঁজ। গত ১৫ জুলাই সকালে ব্যবসায়িক কাজে ঢাকা গিয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তাঁর ভাই মো. রোকন গতকাল শনিবার রাতে মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, মতলব পৌরসভার চরমুকন্দি গ্রামের মৃত শহিদউল্লা সরকারের ছেলে সেলিম হোসেন খোকন দীর্ঘদিন ধরে মতলব সরকারি হাসপাতালের সামনে একটি ফার্মেসি পরিচালনা করে আসছেন। গত ১৫ জুলাই ঢাকায় নিউ মার্কেট এলাকায় তাঁর শাশুড়ির সঙ্গে দেখা করেন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

সেদিন রাত ৮টার দিকে ছোট ভাই রোকনকে ফোন করে খোকন বলেন, ‘ভাই, আমারে বাঁচা। আমাকে একটি রুমে আটক করে রেখেছে।’ বলেই ফোনটি কেটে দেন তিনি। এরপর থেকে খোকনের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

খোকনের স্ত্রী সাদিয়া আক্তার বলেন, ‘১৫ জুলাই সকালে ঢাকা যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। ঢাকা গিয়ে আম্মার সঙ্গে দেখা করে চলে আসেন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছি না। আমার স্বামীকে খুঁজে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই। আল্লাহ যেন আমার অবুঝ শিশুদের কাছে তাদের বাবাকে ফিরিয়ে দেন।’

এ বিষয়ে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান আনু বলেন, ‘বিষয়টি শোনার পর আমি বিভিন্নভাবে তাঁর সন্ধানের চেষ্টা করছি। এ বিষয়ে অনেকেই আমার কাছে এসেছে। তারা সবাই খোকনের কাছে টাকা পাবে বলে জানাচ্ছেন।’

এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। খোকন ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫