হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে সমন্বয়কদের উদ্দেশে দেয়ালে লেখা, ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সমন্বয়কদের হুমকি দিয়ে দেয়াল লিখন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা সমন্বয়কের বাড়ির আশপাশের দেয়ালে বিভিন্ন লেখা লিখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি লক্ষ্মীপুর সদরের টুমচরের শিমুলতলী এলাকায় গভীর রাতে এসব লেখা হয়েছে। গতকাল সোমবার রাত থেকে দেয়ালে এসব লেখা দেখা যায়।

স্থানীয় বিভিন্ন দেয়ালে লেখা হয়েছে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’, ‘ছাত্রলীগ আসছে, রাজপথ কাঁপছে’, ‘মুক্তির ডাক ৭১, মুজিববাদ’, ‘শেখ হাসিনা আবার আসবে’—এ ধরনের বিভিন্ন লেখা রয়েছে।

এদিকে লক্ষ্মীপুরের সমন্বয়ক এনামুল হক বলেন, ‘কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশির ভাগ সমন্বয়কের বাড়ির আশপাশে এ ধরনের বিভিন্ন লেখা লিখে হুমকি দেওয়া হয়েছে। গত রাত থেকে এসব লেখা দেখা যাচ্ছে। এসবের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

লক্ষ্মীপুরে সমন্বয়কদের হুমকি দিয়ে দেয়াল লিখন। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন সাংবাদিকদের বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে পোশাকে ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ