হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ট্রাকচাপায় চালকের সহকারী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

নিহত মো. সাজ্জাদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচাপায় মো. সাজ্জাদ (১৫) নামে এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিল কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ একই ইউনিয়নের গামারীতল এলাকার এরশাদ মিয়ার ছেলে। তিনি বিসমিল্লাহ ট্রান্সপোর্টের অধীনে একটি ট্রাকে চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের শিফটে কাজ শেষে একটি ট্রাক কারখানা থেকে বের হচ্ছিল। এ সময় সামনের আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারণ খতিয়ে দেখতে চালকের সহকারী সাজ্জাদ ট্রাক থেকে নিচে নামেন। তখন অসাবধানতাবশত পেছনে থাকা নিজের ট্রাকটি চলতে শুরু করলে সেটির নিচে চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আলমগীর আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ