হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ট্রাকচাপায় চালকের সহকারী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

নিহত মো. সাজ্জাদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচাপায় মো. সাজ্জাদ (১৫) নামে এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিল কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ একই ইউনিয়নের গামারীতল এলাকার এরশাদ মিয়ার ছেলে। তিনি বিসমিল্লাহ ট্রান্সপোর্টের অধীনে একটি ট্রাকে চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের শিফটে কাজ শেষে একটি ট্রাক কারখানা থেকে বের হচ্ছিল। এ সময় সামনের আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারণ খতিয়ে দেখতে চালকের সহকারী সাজ্জাদ ট্রাক থেকে নিচে নামেন। তখন অসাবধানতাবশত পেছনে থাকা নিজের ট্রাকটি চলতে শুরু করলে সেটির নিচে চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আলমগীর আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ