হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ট্রাকচাপায় চালকের সহকারী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

নিহত মো. সাজ্জাদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচাপায় মো. সাজ্জাদ (১৫) নামে এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিল কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ একই ইউনিয়নের গামারীতল এলাকার এরশাদ মিয়ার ছেলে। তিনি বিসমিল্লাহ ট্রান্সপোর্টের অধীনে একটি ট্রাকে চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের শিফটে কাজ শেষে একটি ট্রাক কারখানা থেকে বের হচ্ছিল। এ সময় সামনের আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারণ খতিয়ে দেখতে চালকের সহকারী সাজ্জাদ ট্রাক থেকে নিচে নামেন। তখন অসাবধানতাবশত পেছনে থাকা নিজের ট্রাকটি চলতে শুরু করলে সেটির নিচে চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আলমগীর আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে