হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে অপহৃত বৃদ্ধ ছাড়া পেলেন ৩২ ঘণ্টা পর

কক্সবাজার প্রতিনিধি

মোহাম্মদ শাকের। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অপহৃত মোহাম্মদ শাকের (৬৫) নামের এক ব্যক্তিকে ৩২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার কম্বনিয়াপাড়ায় পাহাড়ি এলাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অপহৃত মোহাম্মদ শাকের উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার বাসিন্দা।

মোহাম্মদ শাকেরের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত সোমবার ভোরে বাবা স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষ হলেও বাড়ি না ফেরায় আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি, কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে রাতে মায়ের মোবাইল ফোনে এক ব্যক্তি ফোন করে অপহরণের কথা জানিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে রাতেই মা হাসিনা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।’

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ খবর পেয়ে অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করে। সেই অভিযানের মুখে গতকাল মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তরা তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়। ভুক্তভোগী এখন নিজের বাড়িতে অবস্থান করছেন। তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে অপহরণের শিকার বৃদ্ধকে ঘটনার ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্যমতে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল