হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাই

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস। ছবি: আজকের পত্রিকা

কাপ্তাই হ্রদ, লুসাইকন্যা কর্ণফুলী নদী আর সীতা পাহাড়-রাম পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে ঘিরে আছে রাঙামাটির কাপ্তাই উপজেলা। এখানে রয়েছে বিভিন্ন পর্যটনকেন্দ্র। এবার ঈদুল ফিতরের লম্বা ছুটিতে সেখানে পর্যটকদের বরণ করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটবে।

বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে গতকাল বৃহস্পতিবার দেখা গেছে, ঈদকে সামনে রেখে নতুন রূপে সাজানো হচ্ছে কেন্দ্রগুলো। জনপ্রিয় পর্যটনকেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে গিয়ে দেখা যায়, এখানে নতুন করে সাজানো হচ্ছে নিসর্গ রেস্টুরেন্ট। কেন্দ্রটির ম্যানেজার মাসুদ তালুকদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ঈদের দিন থেকে টানা ৯ দিনের জন্য আমাদের নয়টি পড হাউস ও ছয়টি প্রিমিয়ার পড হাউস বুকিং হয়ে গেছে। পর্যটকদের চাহিদা মাথায় রেখে আমরা আরও দুটি রুম ইতিমধ্যে তৈরি করেছি। এ ছাড়া আমাদের রেস্টুরেন্টে একসঙ্গে তিন শতাধিক লোক খেতে পারবেন।’

ওয়াগ্গা ৪১ বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, এটিও নান্দনিকরূপে সাজানো হচ্ছে। সেখানকার ইনচার্জ জানান, তাঁরা আশা করছেন, এ বছর ঈদের লম্বা ছুটিতে কাপ্তাইয়ে রেকর্ড পরিমাণ পর্যটক আসবেন।

শিলছড়ি বনশ্রী পর্যটনকেন্দ্রের চেয়ারম্যান রুবায়েত আক্তার বলেন, ‘কাপ্তাইয়ের প্রতিটি পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে রয়েছে। এ বছর ঈদের ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটবে। এখানকার জনপ্রিয় পর্যটনকেন্দ্র লেকভিউ আইল্যান্ড, লেকশোর পর্যটন স্পট, লেক প্যারাডাইস, কাপ্তাই রিভার ভিউসহ বিভিন্ন কেন্দ্র পর্যটকদের বরণে নানা প্রস্তুতি হাতে নিয়েছে।’

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস। ছবি: আজকের পত্রিকা

নিরাপত্তার বিষয়ে কথা হলে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটবে। পর্যটকেরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে জন্য থানা-পুলিশের টহল দল সব সময় মাঠে কাজ করবে।’

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১