হোম > সারা দেশ > চট্টগ্রাম

জাহাজে সাত খুন: নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

চাঁদপুরে জাহাজে সাত খুনের রহস্য উদ্‌ঘাটনসহ জড়িতদের বিচারের দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আজ শনিবার রাতে শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নবী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নবী হোসেন আজকের পত্রিকাকে জানান, ডিজি শিপিংয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।

নৌযান শ্রমিকদের দাবি, চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে বিচার করতে হবে, নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য ও জ্বালানি খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী ২৪ ঘণ্টায় মোট ৭২টি মাদার ভেসেল বন্দরে বহির্নোঙরে পণ্য খালাসের জন্য অপেক্ষা করে। যা আজ দুপুর পর্যন্ত ৮৭টিতে দাঁড়ায়। এতে প্রায় ১৫ লাখ টন পণ্য আটকা পড়ে।

এই জাহাজগুলোতে অয়েল ট্যাংকার ১০টি, জেনারেল কার্গো ২৩, কনটেইনার জাহাজ ১০, খাদ্যশস্য ৮, সারের ৩, চিনির ২টি এবং ১৬টি সিমেন্টের ক্লিংকারবাহী জাহাজ রয়েছে। এ ছাড়া ওই দিন (বৃহস্পতিবার) দিবাগত রাত থেকে শুরু হওয়া কর্মবিরতির ফলে সারা দেশের নৌযান চলাচল বন্ধ থাকে।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান