ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০৪ জন। মার গেছেন ২ জন। আজ মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. রফিক উস-ছালেহীন বলেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাবে ফেনী জেলার ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার ২১ দশমিক ২৬ শতাংশ।
শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৩৭ জন, দাগনভূঞার ২১ জন, সোনাগাজীর ৪ জন, ছাগলনাইয়ার ১৯ জন, পরশুরামের ১৬ জন, ফুলগাজীর ৭ জন রয়েছেন।
স্বাস্থ্যবিভাগের হিসাব অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ৮ হাজার ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৫৩ জন। মারা গেছেন, জেলা আওয়ামী লীগ সভাপতি আক্রামুজ্জামান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম ও সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনসহ মোট ১০২ জন।
সিভিল সার্জন আরও বলেন, গ্রামের অনেকে জ্বর, সর্দি, কাশি নিয়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া বাড়িতে সেবা নিচ্ছেন। তাঁর ভয়ে ডাক্তারের শরণাপন্ন হতে এবং করোনা টেস্ট দিতে রাজি হচ্ছেন না। ফলে যখন অবস্থা বেশি খারাপ হচ্ছে তখন হাসপাতালে এলে তাঁদের সমস্যা আরও ভয়ংকর রূপ নিচ্ছে।