সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. জানে আলম (৫৮)। গতকাল বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের ফুজিরিয়া বিধিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জানে আলম ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের ফতেপুর গ্রামের বানুর বাপেরবাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে থাকতেন।
জাফতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জিয়া উদ্দিন বলেন, ‘জানে আলম আমিরাতে নিজ বাসা থেকে বিধিয়া সবজির মার্কেটে আসার পথে ফজিরা সড়ক পার হওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে আরব আমিরাতে বসবাস করে আসছেন।’
আমিরাতে বাংলাদেশের দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত জানে আলমের মরদেহ বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কম সময়ের মধ্যে তাঁকে দেশে ফেরত পাঠাতে দূতাবাস কাজ চালিয়ে যাচ্ছে।