হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌ পুলিশের নিয়মিত টহলে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে মেঘনা নদীর জহিরাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

আটক ব্যক্তিরা হলেন মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) ও মো. কাঞ্চন (৩০)। তাঁদের সবার বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানায়। 

অভিযান পরিচালনা করা নৌ পুলিশের উপপরিদর্শক মো. মানিক মিয়া জানান, মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় একটি ট্রলারে করে তিন জন যাত্রীকে যেতে দেখা যায়। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে স্পিডবোটে নিয়ে গতি রোধ করে ট্রলার তল্লাশি করা হয়। এ সময় তিনটি সাদা বস্তাভর্তি ব্যাগ পাওয়া যায়। বস্তা খুলে এর মধ্যে থাকা টেপ মোড়ানো ১১টি প্যাকেটে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সময়ে আটক করা হয় গাঁজার সঙ্গে থাকা তিন ব্যক্তিকে এবং জব্দ করা হয় বহনকাজে ব্যবহৃত ট্রলার। 

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজজ্জামান বলেন, জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা। আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর তাঁদের চাঁদপুর আদালতে পাঠানো হবে। নৌপথের নিরাপত্তায় নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের