হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌ পুলিশের নিয়মিত টহলে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে মেঘনা নদীর জহিরাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

আটক ব্যক্তিরা হলেন মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) ও মো. কাঞ্চন (৩০)। তাঁদের সবার বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানায়। 

অভিযান পরিচালনা করা নৌ পুলিশের উপপরিদর্শক মো. মানিক মিয়া জানান, মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় একটি ট্রলারে করে তিন জন যাত্রীকে যেতে দেখা যায়। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে স্পিডবোটে নিয়ে গতি রোধ করে ট্রলার তল্লাশি করা হয়। এ সময় তিনটি সাদা বস্তাভর্তি ব্যাগ পাওয়া যায়। বস্তা খুলে এর মধ্যে থাকা টেপ মোড়ানো ১১টি প্যাকেটে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সময়ে আটক করা হয় গাঁজার সঙ্গে থাকা তিন ব্যক্তিকে এবং জব্দ করা হয় বহনকাজে ব্যবহৃত ট্রলার। 

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজজ্জামান বলেন, জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা। আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর তাঁদের চাঁদপুর আদালতে পাঠানো হবে। নৌপথের নিরাপত্তায় নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু