হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের খোন্দকারপাড়ার মোল্লাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। 

ক্ষতিগ্রস্তরা হলেন—মাহাবুল আলম, শহিদুল, জাকারিয়া, মো. আবু, রশিদ আহমেদ, নুর আমিন, রোস্তম আলী, আবুল কাশেম, জসিম উদ্দিন, আবদুল মোতালেব, আবদুল জলিল, আবদুল জব্বার, শাহেদা আকতার, আবদুস সালাম, মো. রনি ও লেদা বাচা। 

পুড়ে যাওয়া এক বসতঘরের মালিক মাহাবুল আলম বলেন, গতকাল গভীর রাতে হঠাৎ আগুনের শিখা দেখতে পাই। পরে পরিবারের সবাইকে নিয়ে কোনো রকমে ঘর থেকে বের হয়ে আসি। আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত আবুল কাশেম বলেন, ফায়ার সার্ভিস আসার আগেই আমাদের সব তছনছ হয়ে গেছে। 

এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন আজকের পত্রিকাকে বলেন, ২ ঘণ্টা চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর আজকের পত্রিকাকে বলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির নির্দেশে তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে। 

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা