হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের খোন্দকারপাড়ার মোল্লাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। 

ক্ষতিগ্রস্তরা হলেন—মাহাবুল আলম, শহিদুল, জাকারিয়া, মো. আবু, রশিদ আহমেদ, নুর আমিন, রোস্তম আলী, আবুল কাশেম, জসিম উদ্দিন, আবদুল মোতালেব, আবদুল জলিল, আবদুল জব্বার, শাহেদা আকতার, আবদুস সালাম, মো. রনি ও লেদা বাচা। 

পুড়ে যাওয়া এক বসতঘরের মালিক মাহাবুল আলম বলেন, গতকাল গভীর রাতে হঠাৎ আগুনের শিখা দেখতে পাই। পরে পরিবারের সবাইকে নিয়ে কোনো রকমে ঘর থেকে বের হয়ে আসি। আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত আবুল কাশেম বলেন, ফায়ার সার্ভিস আসার আগেই আমাদের সব তছনছ হয়ে গেছে। 

এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন আজকের পত্রিকাকে বলেন, ২ ঘণ্টা চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর আজকের পত্রিকাকে বলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির নির্দেশে তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে। 

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী