হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাজেদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত হয়েছেন আরও ৩ জন। 

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত সকলের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার ১০ নম্বর পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্ঘটনায় মারা যাওয়া সাজেদা বেগম বোনের অন্তঃসত্ত্বা মেয়ে জিকু আকতারকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী অটোরিকশাটি পাহাড়তলী স্টেশন পার হয়ে কিছু দূর এগোতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই মারা যান সাজেদা বেগম। আহত হন আহমদ হোসেনের ছেলে আজগর আলী (৩৫), জালাল আহমেদের স্ত্রী জুলেহা বেগম (৩০) ও নজরুল ইসলামের স্ত্রী জিকু আকতার (২৬)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তাঁদের পরিবার। 

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের