হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে আনসার পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটিতে আনসার বাহিনীর পোশাক পরে ফেসবুকে ছবি পোস্ট করে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক রুবেল চাকমা। ছবি: সংগৃহীত

রাঙামাটিতে আনসার সদস্য পরিচয়ে চাকরির দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রুবেল চাকমা (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি আনসার বাহিনী, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাক গায়ে দিয়ে ছবি তুলে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিতেন।

রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া গ্রামের বাসিন্দা অনিল কুমার চাকমার ছেলে বলে জানা গেছে।

আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেনের নির্দেশনায় জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট আনোয়ার জাহেদের নেতৃত্বে অভিযান চালিয়ে রুবেলকে আটক হয়।

আনোয়ার হোসেন জানান, রাঙামাটি জেলা শহরের আমানতবাগ এলাকা থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রুবেল চাকমাকে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অবস্থানকালে আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট দিতেন। সেখানে তিনি আনসারে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগ্রহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন।

আনোয়ার হোসেন বলেন, তাঁর এমন প্রলোভনমূলক পোস্টে প্রভাবিত হয়ে রাঙামাটি সদর এলাকার শান্তু চাকমা, বিপলন চাকমা ও বাচ্চুমনি চাকমা নামের তিনজন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁরা তাঁকে মোট সাড়ে ৫ লাখ টাকা দেন। কিন্তু চাকরি না পেয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করেন।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ