হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রেনের অপেক্ষায় যাত্রীরা, চাদর বিছিয়ে স্টেশনেই ঘুম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সেই সকাল ৬টায় চট্টগ্রাম স্টেশনে এসেছেন ৬০ বছর বয়সী সাবেকুন নাহার। যাবেন ময়মনসিংহে। কিন্তু ট্রেন না চলায় অপেক্ষা করছিলেন স্টেশনের প্ল্যাটফর্মে। তাঁর সঙ্গে আসা ছেলে ও ছেলের স্ত্রী ট্রেনের অপেক্ষা করতে করতে চাঁদর বিছিয়ে ঘুমিয়ে পড়েছেন। শুধু সাবেকুন নাহার নন, স্টেশনে শত শত যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য এভাবেই ট্রেনের অপেক্ষা করছেন। 

জানা যায়, আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিট থেকে ১২টা পর্যন্ত ৬টি ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা যায়নি। বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দেওয়ায় এমনটি ঘটেছে। 

ছেড়ে না যাওয়া ট্রেনগুলো হল আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, লোকাল ট্রেন কর্ণফুলী এক্সপ্রেস ও সাগরিকা এক্সপ্রেস। 

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রী নূর জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘সেই সাহরি খেয়ে বের হয়েছি। স্টেশনে এসেছি সকাল ৭টায়। কিন্তু ট্রেন না ছাড়ায় এখনো স্টেশনে অপেক্ষা করছি।’ 

মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী নাজমুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ঢাকায় যাওয়া জরুরি। কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন চলছে না। এখন কী করব বুঝতে পারছি না।’ 

রার্নিং স্টাফ কর্মচারী সমিতির তথ্য ও প্রকাশনা সম্পাদক মীর এ বি এম শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা (মাইলেজ) বাতিল করায় কর্মচারীরা ট্রেন চালাচ্ছেন না। দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলেই ট্রেন চালাবেন চালকেরা।’ 

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ছয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বাকি ট্রেন চলবে কি না, তাও বুঝতে পারছি না। ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

ট্রেন সম্পর্কিত পড়ুন:

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ