হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রেনের অপেক্ষায় যাত্রীরা, চাদর বিছিয়ে স্টেশনেই ঘুম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সেই সকাল ৬টায় চট্টগ্রাম স্টেশনে এসেছেন ৬০ বছর বয়সী সাবেকুন নাহার। যাবেন ময়মনসিংহে। কিন্তু ট্রেন না চলায় অপেক্ষা করছিলেন স্টেশনের প্ল্যাটফর্মে। তাঁর সঙ্গে আসা ছেলে ও ছেলের স্ত্রী ট্রেনের অপেক্ষা করতে করতে চাঁদর বিছিয়ে ঘুমিয়ে পড়েছেন। শুধু সাবেকুন নাহার নন, স্টেশনে শত শত যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য এভাবেই ট্রেনের অপেক্ষা করছেন। 

জানা যায়, আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিট থেকে ১২টা পর্যন্ত ৬টি ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা যায়নি। বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দেওয়ায় এমনটি ঘটেছে। 

ছেড়ে না যাওয়া ট্রেনগুলো হল আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, লোকাল ট্রেন কর্ণফুলী এক্সপ্রেস ও সাগরিকা এক্সপ্রেস। 

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রী নূর জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘সেই সাহরি খেয়ে বের হয়েছি। স্টেশনে এসেছি সকাল ৭টায়। কিন্তু ট্রেন না ছাড়ায় এখনো স্টেশনে অপেক্ষা করছি।’ 

মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী নাজমুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ঢাকায় যাওয়া জরুরি। কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন চলছে না। এখন কী করব বুঝতে পারছি না।’ 

রার্নিং স্টাফ কর্মচারী সমিতির তথ্য ও প্রকাশনা সম্পাদক মীর এ বি এম শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা (মাইলেজ) বাতিল করায় কর্মচারীরা ট্রেন চালাচ্ছেন না। দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলেই ট্রেন চালাবেন চালকেরা।’ 

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ছয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বাকি ট্রেন চলবে কি না, তাও বুঝতে পারছি না। ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

ট্রেন সম্পর্কিত পড়ুন:

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে