হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেফাজতের সাবেক আমির শফী হত্যা মামলার শুনানি ২৬ মে

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন গ্রহণের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ২৬ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক আজ বুধবার এ আদেশ দেন।

এ নিয়ে চার দফা পিছিয়েছে শুনানি। এর আগে গত বছরের ৩০ জুন, ১২ সেপ্টেম্বর ও ৭ নভেম্বর শুনানির দিন ধার্য ছিল।

পিবিআই মোট ৪৩ জনকে অভিযুক্ত করে গত বছরের ১২ এপ্রিল আদালতে প্রতিবেদন দেয়। হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীও এ মামলায় আসামি ছিলেন। তিনি গত বছরের ১৯ আগস্ট মারা যান। আসামিরা হেফাজতের নেতা-কর্মী। 

উল্লেখ্য, আহমদ শফী ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই বছরের ১৭ ডিসেম্বর শফীকে হত্যার অভিযোগে তাঁর শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন আদালতে হেফাজতের ৩৬ নেতা-কর্মীকে আসামি করে নালিশি মামলা করেন। 

মামলায় বলা হয়, অসুস্থ আহমদ শফীকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় তাঁর কক্ষে আটকে রাখা হয়। ওই কক্ষে আসামিদের ইন্ধনে ভাঙচুর চালানো হয়। হামলা করে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়। মাদ্রাসার মাঠে আহমদ শফীকে বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রেখে চিকিৎসার জন্য হাসপাতাল যেতে বাধা দেওয়া হয়। চিকিৎসা করতে না দিয়ে শফীকে আসামিরা মৃত্যুর মুখে ঠেলে দেয়।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে