হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেফাজতের সাবেক আমির শফী হত্যা মামলার শুনানি ২৬ মে

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন গ্রহণের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ২৬ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক আজ বুধবার এ আদেশ দেন।

এ নিয়ে চার দফা পিছিয়েছে শুনানি। এর আগে গত বছরের ৩০ জুন, ১২ সেপ্টেম্বর ও ৭ নভেম্বর শুনানির দিন ধার্য ছিল।

পিবিআই মোট ৪৩ জনকে অভিযুক্ত করে গত বছরের ১২ এপ্রিল আদালতে প্রতিবেদন দেয়। হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীও এ মামলায় আসামি ছিলেন। তিনি গত বছরের ১৯ আগস্ট মারা যান। আসামিরা হেফাজতের নেতা-কর্মী। 

উল্লেখ্য, আহমদ শফী ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই বছরের ১৭ ডিসেম্বর শফীকে হত্যার অভিযোগে তাঁর শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন আদালতে হেফাজতের ৩৬ নেতা-কর্মীকে আসামি করে নালিশি মামলা করেন। 

মামলায় বলা হয়, অসুস্থ আহমদ শফীকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় তাঁর কক্ষে আটকে রাখা হয়। ওই কক্ষে আসামিদের ইন্ধনে ভাঙচুর চালানো হয়। হামলা করে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়। মাদ্রাসার মাঠে আহমদ শফীকে বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রেখে চিকিৎসার জন্য হাসপাতাল যেতে বাধা দেওয়া হয়। চিকিৎসা করতে না দিয়ে শফীকে আসামিরা মৃত্যুর মুখে ঠেলে দেয়।

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম