হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে জাল টাকাসহ শিহাব (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

আজ রোববার গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে নতুন শাহজীরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাব মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় থাকেন। 

পুলিশ জানায়, কবিরহাট পৌর এলাকার নতুন শাহজীরহাট বাজারের দোকানে এক ব্যক্তি জাল টাকা দেওয়ার সংবাদে এমন অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল টাকা চক্রের দু-তিনজন সদস্য পালিয়ে গেলেও শিহাবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকার ২৯টি জাল নোট জব্দ করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার যুবক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন এলাকার হাটবাজারে জাল টাকা ব্যবহার করে আসছেন। তিনি ওই চক্রের একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে ঢাকার শ্যামপুর, যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু