হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে জাল টাকাসহ শিহাব (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

আজ রোববার গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে নতুন শাহজীরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাব মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় থাকেন। 

পুলিশ জানায়, কবিরহাট পৌর এলাকার নতুন শাহজীরহাট বাজারের দোকানে এক ব্যক্তি জাল টাকা দেওয়ার সংবাদে এমন অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল টাকা চক্রের দু-তিনজন সদস্য পালিয়ে গেলেও শিহাবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকার ২৯টি জাল নোট জব্দ করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার যুবক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন এলাকার হাটবাজারে জাল টাকা ব্যবহার করে আসছেন। তিনি ওই চক্রের একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে ঢাকার শ্যামপুর, যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে