হোম > সারা দেশ > চট্টগ্রাম

সমন্বয়কদের গাড়িবহরে ট্রাকের ধাক্কার ঘটনায় মামলায় গ্রেপ্তার ২

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে ক্ষতিগ্রস্ত গাড়ির চালক বাদী হয়ে লোহাগাড়া থানায় এই মামলা করেন।

মামলায় ট্রাকচালক মজিবুর রহমান (৪০) এবং তাঁর ছেলে ও ট্রাকের সহকারী রিফাত মিয়াকে (১৮) আসামি করা হয়েছে। এর মধ্যে গতকাল ট্রাক চালক মজিবুর রহমান ও আজ বৃহস্পতিবার রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এনায়েত উল্লাহ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসনাত ও সারজিস একটি গাড়িবহরে করে আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। বহরে ১২টি মোটরসাইকেল, দুটি প্রাইভেট কার এবং একটি পাজেরো গাড়ি ছিল।

চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় বহরের প্রথমে মোটরসাইকেল এবং পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। পাজেরোতে হাসনাত ও সারজিস অবস্থান করছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক সেটির সামনের বাঁ দিকের অংশে ধাক্কা দেয়।

ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত গাড়িতে হাসনাত-সারজিসের সফরসঙ্গীরা ছিলেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি