হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে নিখোঁজ ছাত্রের লাশ মিলল কক্সবাজারের রেজু ব্রিজে

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 

মেহরাব হোসাইন। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ছাত্র মেহরাব হোসাইনের (১৮) লাশ কক্সবাজারের রেজু ব্রিজে এলাকায় পাওয়া গেছে। আজ শুক্রবার (২০ জুন) বেলা ৩টায় লাশটি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার (১৭ জুন) বেলা ১টায় নাইক্ষ্যংছড়ির বরইতলী ঝরনায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পাহাড়ি ঢলে পাশের খালে ভেসে যায়। নাইক্ষ্যংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

মেহরাব হোসেনের জ্যাঠাতো ভাই সাজেদুল করিম আজকের পত্রিকাকে বলেন, আজ শুক্রবার বেলা আড়াইটায় প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশটির পরিচয় নিশ্চিত করেন। পরে লাশটি উদ্ধার করে বাড়িতে আনা হয়। বাদে আসর মেহরাবকে দাফন করা হয় উখিয়ার মরিচ্যা বাবে খালেক জামে মসজিদ কবরস্থানে। মেহরাবের বাড়ি কক্সবাজারের উখিয়ার মরিচ্যা গ্রামে।

মেহরাবের মা ফরহানা বেগম আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলে কোরআনে হাফেজ। সে চট্টগ্রামের একটি মাদ্রাসায় দাখিল দশম শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বেলা ১টার দিকে মেহরাবসহ ১৮ বন্ধু উপজেলার ঘুমধুম ইউনিয়নের অতিদুর্গম ৯ নম্বর ওয়ার্ড পাহাড়বেষ্টিত বরইতলী ঝরনায় গোসলে নামে। পরে মেহরাব নিখোঁজ হলে বাকি ১৭ জন বাড়ি ফেরে।

মেহরাবের পর্যটক দলের বন্ধু ও জ্যাঠাতো ভাই সাজেদুর রহমান বলেন, তাঁরা মঙ্গলবার সকালে ১৮ বন্ধু মিলে নাইক্ষ্যংছড়ি উপজেলার বরইতলী ঝরনায় গোসল করতে যান। গোসল সেরে বেলা ১টার দিকে তাঁরা বাড়ি ফিরে আসতে গিয়ে ধসে পড়া একটি পাহাড়ে দাঁড়ান। সেখানে তিনিসহ তিন বন্ধু পাহাড় ধসে তলিয়ে যাচ্ছিলেন। মেহরাবসহ কয়েকজন মিলে তাঁদের উদ্ধার করেন। সাজেদুর আরও বলে, ধসে পড়া পাহাড় থেকে দ্রুত সরে গিয়ে তাঁরা বাড়ি ফেরতে যান। পথে ঝরনার পাশের ছড়া দিয়ে পার হওয়ার সময় ভেসে যায় মেহরাব। অনেক চেষ্টা করার পরও স্রোতের তীব্রতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম তাকে উদ্ধারে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের এক অভিজ্ঞ দলকে পাঠান। গত বুধবার সারা দিন চেষ্টা করেও লাশ পাওয়া যায়নি।

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম বন্দরে অফডক বন্ধের কর্মসূচি থেকে সরলেন ডিপোমালিকেরা