হোম > সারা দেশ > চট্টগ্রাম

দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্যবসায়ী সংগঠনগুলোকে কঠোর হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের জিডিপি ৮০ বিলিয়ন থেকে ৪৭৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। একই সঙ্গে বেড়েছে মাথাপিছু আয়ও। এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বগুণে।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে। 

তথ্যমন্ত্রী বলেন, ‘চিটাগাং চেম্বারের মতো এত সফলভাবে কোনো ট্রেড বডি মেলা আয়োজন করতে পারেনি। মেলার জন্য একটি স্থায়ী ভেন্যুর প্রয়োজনীয়তা কথা উল্লেখ করে তিনি বলেন, বে-টার্মিনালের বিপরীতে একটি স্থায়ী ভেন্যু সহসা বরাদ্দ দেওয়া হচ্ছে এবং আগামী বছর থেকে সেখানে সিআইটিএফ আয়োজন হবে।’ এ ছাড়া তিনি পবিত্র রমজানসহ সব ধর্মীয় উৎসবে দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে এবং এর বিরুদ্ধে ব্যবসায়ী সংগঠনগুলোকে কঠোর হওয়ার আহ্বান জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নগরীর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থাসহ সিটি করপোরেশন ১০ হাজার কোটি টাকা এবং চাক্তাই থেকে বড়াইপাড়া পর্যন্ত ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে খাল খনন করার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’ তিনি শিশুদের মানসিক বিকাশের জন্য নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ে তোলার কার্যক্রম গ্রহণ করার কথা জানান। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য এম এ লতিফ, এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক ও সিআইটিএফ-২০২৩-এর চেয়ারম্যান এ কে এম আক্তার হোসেন, কো-চেয়ারম্যান মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ। 

উল্লেখ্য, চার লাখ বর্গফুটের চট্টগ্রাম বাণিজ্য মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ১৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল,৩টি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টলে ৩ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারের মেলায় ভারত, থাইল্যান্ড ও ইরান বিভিন্ন স্টলের মাধ্যমে তাদের পণ্য প্রদর্শন করবে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে