নেপালে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩-১ গোলে। দলের এই অর্জনের বড় অংশীদার পাহাড়ি জেলা খাগড়াছড়ি। খাগড়াছড়ির তিন নারী ফুটবলার ছাড়াও বাংলাদেশ দলে ছিলেন সহকারী কোচ তৃষ্ণা চাকমা। দল শিরোপা জেতায় এই চারজনের জন্য ৪ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
দলে থাকা তিন ফুটবলার হলেন মনিকা চাকমা, আনাই ও আনুচিং মগিনী। মনিকা বাংলাদেশ দলের মাঝমাঠের অন্যতম ভরসার নাম। সঙ্গে দলের সহকারী কোচ হিসেবে ছিলেন তৃষ্ণা চাকমা। শিরোপা জেতার খবরে বাংলাদেশের নারী ফুটবল দলের এই তিন ফুটবলার ও কোচের জন্য ৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। শিরোপাজয়ের পরপরই খাগড়াছড়ি জেলা প্রশাসনের ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের এই জয়ের বড় অংশীদার খাগড়াছড়ির ফুটবলাররাও। তাদের এই অর্জনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ফুটবলার ও এক কোচের প্রত্যেককে ১ লাখ টাকা করে চার লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। টিমের রূপনা চাকমা যেহেতু রাঙামাটির, তাই তার বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসনই সিদ্ধান্ত নেবে।’