হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে মোটরসাইকেলকে কাভার্ড ভ্যানের ধাক্কা, যুবক নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক। নিহত যুবকের নাম মনিরুল ইসলাম (৩২)। আহত মোটরসাইকেল চালক মোহাম্মদ ইদ্রিস (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ

আজ শনিবার সকালে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফকিনীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ও আহত মোহাম্মদ ইদ্রিস একে অপরের খালাতো ভাই। মনিরুল বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জগুন তাজের বাড়ির মো. আবু কালামের ছেলে। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গত শুক্রবার রাতে খালাতো ভাই মো. করিমের মেয়েকে হাসপাতালে দেখতে যান মনিরুল ও ইদ্রিছ। শনিবার সকাল সাতটার দিকে বাঁশখালীতে ফেরার পথে কর্ণফুলীর ফকিনীর হাট এলাকায় এলে পেছন দিক দিয়ে আসা কাভার্ড ভ্যানটি ধাক্কা দিলে দুজনেই ছিটকে পড়েন রাস্তায়। এতে গুরুতর আহত হন তাঁরা। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা এগারোটার দিকে সেখানে মারা যান মনিরুল। 

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের স্বজনরা থানায় কোনো মামলা করেননি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে