বিলাসবহুল পেট্রল জিপ নিয়ে চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ঘুরতে এসে বিপাকে পড়েছেন নারীসহ চার পর্যটক। আজ বৃহস্পতিবার বিকেলে সৈকতে ঘুরতে বেরিয়ে বালির মধ্যে আটকে যায় গাড়ির চাকা।
সমুদ্রের হাওয়া খেতে খেতে গাড়ি চালাতে গিয়েই এমন কাণ্ড ঘটে বলে চট্টগ্রাম শহর থেকে আসা পর্যটকেরা জানান। তাঁদের নিশান পেট্রলের চাকা আটকে গেল বালিতে। শত চেষ্টা করেও গাড়ি সরাতে পারলেন না তাঁরা। বিকেলে থেকে দুই ঘণ্টা রশি দিয়ে টেনেও তুলতে না পারায় সহযোগিতা নেন স্থানীয় লোকদের। তবে এখন পর্যন্ত গাড়িটি সৈকতেই আটকে রয়েছে।
পারকি সমুদ্রসৈকতের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, ‘সৈকত চরে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন নামানো বন্ধ। তারপরও অনেকেই ফাঁকি দিয়ে ভিন্ন রাস্তা ব্যবহার করে গাড়ি সৈকতে নামিয়ে বিপাকে পড়েন। নারীসহ চার পর্যটকের গাড়িটি স্থানীয় লোকদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।’