হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডুমুরিয়ায় চুরির অভিযোগে গণধোলাইয়ে একজনের মৃত্যু

প্রতিনিধি

ডুমুরিয়া (খুলনা): খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ভ্যান চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। নিহত মো. হাফিজুর রহমান গাজী (৪৫) খুলনার ডুমুরিয়া উপজেলার টপিনা গ্রামের মো. আলতাফ হোসেন গাজীর ছেলে। সোমবার (২৪ মে) গভীর রাতে টপিনা গ্রামের আজিত গাজীর ভ্যান চুরি করে নিয়ে যাওয়ায় পথে বরুনা বাজারে ধরা পড়লে তাঁকে গণপিটুনি দেওয়া হয়।

জানা যায়, এলাকার লোকজন হাফিজুরকে মারধর করে পা ভেঙে দেয় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। পরে তাঁকে টপিনা বালিয়াখালী সেতুর পূর্ব পাশে হাবিবুল্লা গাজীর চায়ের দোকানের সামনে ফেলে রেখে যায়।

সকালে স্থানীয় ইউপি সদস্য মো. মহসিন এবং হাফিজুর রহমান গাজীর ভাই মফিজুল ইসলাম গাজী মিলে হাফিজুরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সকাল সাড়ে ৮টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডুমুরিয়া থানায় ওসি ওবাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, হাফিজুর রহমান রাতে ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার পথে বরুনা বাজারে ধরা পড়লে তাঁকে গণধোলাই দিয়ে হাবিবুল্লা গাজীর দোকানের সামনে রেখে যায়।

এ ঘটনায় ডুমুরিয়া থানা-পুলিশ লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে