হোম > সারা দেশ > কক্সবাজার

বাঁকখালী নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের বাঁকখালী নদী থেকে মোহাম্মদ ইলিয়াছ (২৮) নামের এক শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে শহরের মাঝির ঘাট এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মোহাম্মদ ইলিয়াছ কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের সোপান বিল্ডিংয়ের ৪০১ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তিনি আশ্রয়ণ প্রকল্পের উন্নয়নকাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর শাহেনা আকতার পাখি জানান, গত রোববার রাত ১০টার দিকে ইলিয়াছসহ আরও চার-পাঁচজন বন্ধু খুরুশকুল নতুন ব্রিজে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ব্রিজ থেকে পড়ে যান ইলিয়াছ। দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে মাঝির ঘাট পয়েন্টে তাঁর মরদেহ ভেসে ওঠে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রাকিবুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে বুধবার রাতে মোহাম্মদ ইলিয়াসের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাঁতার না জানায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ জানুয়ারি বাঁকখালী নদীর একই পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় মো. শাহ আদিদ (১৭) নামের এক ট্রলার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিহত শাহ আদিদ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. শামসুল আলমের ছেলে।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য