হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটির বরকলে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বরকলে উপজেলায় বন্য হাতির আক্রমণে মালেক মিয়া (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুরকুটিছড়ির পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন। 

বরকল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য সুরভী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকার স্থানীয় বাসিন্দা মালেক ফজরের নামাজ পড়তে মসজিদসংলগ্ন নদীর পাড়ে অজু করতে যান। কিন্তু ঘণ্টার অধিক সময়ের পরেও না ফিরলে তার পরিবারের লোকজন ঘাটে গিয়ে মালেকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা তল্লাশি নিয়ে নিশ্চিত হন যে, অজু শেষে ফেরার পথে বন্য হাতির আক্রমণে মালেক মারা গেছেন। 

স্থানীয়রা বলেন, ওই এলাকায় প্রতিনিয়তই বন্য হাতির দল লোকালয়ে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতিসহ বাড়িঘর গুঁড়িয়ে দেয়। কিন্তু এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের প্রতিকার পদক্ষেপ নেই। বর্তমানে এলাকার লোকজন বন্য হাতির আতঙ্কে রয়েছেন। 

এদিকে খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং জেলা ও পুলিশ প্রশাসনের অনুমতিতে বিকেলে লাশ দাফন করা হয়। 

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘বরকলে বন্য হাতির আক্রমণে নিহত ব্যক্তির লাশ দাফন-কাফনের ব্যবস্থাসহ সরকারি ক্ষতিপূরণ নিশ্চিত করে দিতে বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের লোকজন ঘটনাস্থল গেছেন।’ 
 
পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ‘বরকলের ওই এলাকায় ভোরে ফজরের নামাজ আদায়ে অজু করে ফেরার পথে বন্য হাতির আক্রমণে মালেক নামে এক ব্যক্তি মারা গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ