হোম > সারা দেশ > চট্টগ্রাম

অতিরিক্ত চাপেই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটেছে, দাবি আহতদের

জমির উদ্দিন, চট্টগ্রাম

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে অক্সিজেন কম্প্রেশার অপারেটর হিসেবে ১৫ বছর যাবৎ কর্মরত মো. ওসমান (৩৯)। গতকাল বিস্ফোরণস্থলে কাজ করছিলেন তিনি। চোখের পলকে বিকট শব্দে সব তছনছ, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী। তিনি ছিটকে পড়েন ১০ ফুট দূরে। পরে নিজেকে আবিষ্কার করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে। 

আজ রোববার সকালে চমেকের ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় আহত ওসমানের দুই পায়ের গোড়ালিতে লোহার ছোট টুকরা ঢুকে গেছে। বুকে-পিঠে জখম হয়েছে। বিকট শব্দে কান ক্ষতিগ্রস্ত হয়ে কম শুনতে পারছেন। 

সেখানে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। ওসমান জানান, প্ল্যান্টটিতে অক্সিজেন তৈরি করা হয়। তারপর ৮০ কেজি ওজনের সিলিন্ডারে অক্সিজেন ভরা হয়। তাঁর দাবি, সিলিন্ডারে অতিরিক্ত চাপের কারণে এই বিস্ফোরণ হয়েছে। 

ওই কারখানায় কাজ করতেন ফিলিংম্যান হিসেবে আব্দুল মোতালেব (৫৫)। তিনিও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই প্ল্যান্টে এ রকম ঘটনা আগে ঘটেনি। মূলত সিলিন্ডারে অতিরিক্ত চাপের কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছি।’ 

গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে মো. মাসুদ ও প্রভেষ নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের বেশির ভাগই স্বাভাবিক কানে শুনতে পারছেন না। 

 ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রিপন মারাক (৩২)। তিনি সীমা অক্সিজেন প্ল্যান্টে অপারেটর হিসেবে কাজ করেন। বিস্ফোরণের বিকট শব্দে তাঁর ডান কান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কানে তিনি কিছু শুনতে পারছেন না। পাশাপাশি হাঁটু, কোমর ও বুকে আঘাত পেয়েছেন। 

রিপনের স্ত্রী সুবর্ণ কক্সি আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের বিকট শব্দে তাঁর কান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাম কানে অল্প শুনতে পেলেও ডান কানে কিছু শুনতে পারছেন না।’ 

একই অবস্থা নওশাদ সেলিমেরও। তিনি অক্সিজেন প্ল্যান্টের প্রধান হিসাবরক্ষক (৫৫)। বিস্ফোরণের সময় তিনি ল্যাপটপে কাজ করছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ল্যাপটপে কাজ করার সময় হঠাৎ ল্যাপটপটি জ্বলে ওঠে। বিস্ফোরণের পর অফিসে থাকা কাচ ভেঙে পড়ে। ভবন উড়ে যায়। এ সময় মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হই। পাশাপাশি কানেও কম শুনছি।’ 

 ২৬ নম্বর ওয়ার্ডের আবাসিক চিকিৎসক মো. ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের শব্দে অনেকের কানে সমস্যা দেখা দিচ্ছে। তবে আমরা এখন মেজর সমস্যাগুলো নিয়ে কাজ করছি।’

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ