হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

চবি সংবাদদাতা 

শিক্ষকের চাকরিতে বাদ পড়া দুই প্রার্থী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে যাওয়া দুই প্রার্থীর ডোপ টেস্টে গাঁজাজাতীয় মাদকের উপস্থিতি ধরা পড়েছে। ফলে তাঁদের নিয়োগ প্রক্রিয়া আটকে গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার তাদের ডোপ টেস্টে ফলাফল পজিটিভ এসেছে।

প্রার্থীরা হলেন—চবির নাট্যকলা বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী গোলাম রাব্বানী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ড. ইমরুল আসাদ।

গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজাজাতীয় মাদকের উপস্থিতি মেলে।

এ বিষয়ে গোলাম রাব্বানীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। অপর প্রার্থীর ফোন নম্বরই পাওয়া যায়নি।

নাট্যকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ফাহমিদা সুলতানা তানজি বলেন, ‘রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পজিটিভ হলে প্রশাসন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘চবিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী—সব নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক। যাঁর ফলাফল পজিটিভ আসবে, তাকে কোনোভাবেই নিয়োগ দেওয়া হবে না। ধাপে ধাপে সবাইকে ডোপ টেস্টের আওতায় আনা হবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ