হোম > সারা দেশ > খাগড়াছড়ি

অপহরণের ১০২ ঘণ্টা পর ছাড়া পেলেন ইমন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

অপহরণের ১০২ ঘণ্টা পর সন্ত্রাসীদের কবল থেকে ছাড়া পেলেন মানিকছড়ির যুবলীগ নেতা ইমন। রাজনৈতিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বুধবার দিবাগত রাত ৩টায় ইমনকে ছেড়ে দিয়েছে অপহরণকারী চক্র। 

পুলিশ ও ইমনের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি রাতে উপজেলার তিনটহরী ইউনিয়নের যুবলীগ নেতা মো. ইমান হোসেন ওরফে ইমন নিখোঁজ হন। নিখোঁজের বিষয়টি ইমনের পরিবার আদিবাসী সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক অপহরণ বলে দাবি করলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং ব্যবসায়ীরা ইমনের মুক্তির দাবিতে হরতালের কর্মসূচি ঘোষণা করেন। এতে পরিস্থিতি জটিলের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ অপহৃত ইমনকে উদ্ধারের বিষয়ে সোচ্চার হন। 

এর ফলে দীর্ঘ ১০২ ঘণ্টা পর বুধবার দিবাগত রাত ৩টায় সিন্দুকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কের দুল্যাতলীর উজানে ধুরংখালের পাড়ে ইমনকে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে ইমনের চাচা ও মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক ও ছোট ভাই মো. আকতার হোসেন ইমনকে উদ্ধার করে সকালে বাড়ি নিয়ে আসেন। 

বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক বলেন, 'ইমন নিখোঁজের পর বিভিন্ন সংগঠনের আন্দোলনের কারণে প্রশাসন সতর্ক হয়। এ ছাড়া খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ইমনকে উদ্ধারে নানাভাবে চাপ প্রয়োগ করেন। এতে বুধবার দিবাগত রাত ৩টায় অপহরণকারীরা ধুরং ব্রিজের পাড়ে ইমনকে অক্ষত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাঁকে উদ্ধার করি।'  

মানিকছড়ির থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'রাজনৈতিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতায় অপহরণকারীরা ইমনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।' 

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল