হোম > সারা দেশ > কক্সবাজার

অস্ত্র-সরঞ্জামসহ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সদস্য আটক

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

পুলিশের হাতে আটক চাকরিচ্যুত সেনাসদস্য। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় দেশি-বিদেশি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি নাইক্ষ্যংছড়ি সীমান্তের ‘ডাকাত সর্দার’ শাহীনের সহযোগী এবং তাঁর বিরুদ্ধে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার মধ্য রাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় অভিযান চালিয়ে মো. আশিক মিয়া (২৭) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন। আশিক মিয়া ওই এলাকার মৃত মনির হোসেনের ছেলে। তিনি সেনাবাহিনীর সিপাহি পদ থেকে চাকরিচ্যুত সদস্য।

আরিফ হোছাইন বলেন, গতকাল মধ্য রাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় জনৈক ব্যক্তির বসতঘরে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করার খবর পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেলে। এতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন সন্দেহজনক দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান। পরে বসতঘরটি তল্লাশি চালিয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, একটি দেশে তৈরি বন্দুক, একটি পিস্তলের গুলি, সেনাবাহিনী সদস্যের একটি হেলমেট, আনসার বাহিনী সদস্যের একটি হেড প্রিক্যাপ, একটি লোহার শিকল, সেনাসদস্যের সমরবিদ্যা দ্বিতীয়পত্রের একটি বই ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওসি বলেন, ‘আটক আশিক মিয়া চাকরিচ্যুত সেনাসদস্য। সে নাইক্ষ্যংছড়ি সীমান্তের আলোচিত ডাকাত সর্দার শাহীনের গানম্যান হিসেবে সক্রিয় সহযোগী। তার বিরুদ্ধে সীমান্ত দিয়ে আরাকান আর্মির কাছে খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহের অভিযোগ রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।’

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ