হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেপ্তার ৫ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ৯ লাখ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার ভোরে এসব জব্দ করা হয়। কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক সাইফুল ইসলাম সুমন আজ বিকেলে ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার আবদুল শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (১৯), তাঁর মা সোনা মেহের (৫৫), একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর (২২), টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩১) ও হ্নীলার জাদিরপাড়া এলাকার শামশুল আলমের ছেলে এমরান প্রকাশ লাদেন (২৮)।

র‍্যাব অধিনায়ক সাইফুল ইসলাম সুমন জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক মামলা রয়েছে। 

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে র‍্যাবের একটি টিম টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২ লাখ ইয়াবাসহ আলমগীর, সোনা মেহের ও আবুল বশরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য মতে টেকনাফের হ্নীলা থেকে ৭ লাখ ইয়াবাসহ ফয়সাল ও এমরান ওরফে লাদেনকে গ্রেপ্তার করা হয়।

এক বছরের মধ্যে এটিই উদ্ধার করা ইয়াবার বড় চালান। গ্রেপ্তার ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

এদিকে সোমবার রাতে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া থেকে রশিদ আহমদ নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মাদক মামলায় সাজাপ্রাপ্ত এই আসামি ২২ বছর আত্মগোপনে ছিলেন। রশিদ ওই এলাকার হাজি আনোয়ারুল ইসলামের ছেলে। রশিদকে কক্সবাজার সদর থানার পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার