হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. সায়েম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই ছেলের মাসহ আরও কয়েকজন ছাদে ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড গোলাবাড়িয়া এলাকার আজমীর ভবনে এ ঘটনা ঘটে। 

সায়েম বেগমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ফাজিল মিয়ার বাড়ির নূর নবীর ছেলে। সে চৌমুহনী মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আজমীর ভবনের পাঁচ তলায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার বিকেলে সায়েমসহ আরও কয়েকজন শিশু পাঁচতলা ভবনের ছাদে খেলাধুলা করছিল। পাশে সায়েমের মা মোবাইলে তার এক প্রবাসী ভাইয়ের সঙ্গে কথা বলছিল। খেলার সময় অসাবধানতা বসত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায় সায়েম। 

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, খেলতে গিয়ে শিশুটি তার মাসহ অন্য বাচ্চাদের সামনে ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। পরিবারের আবেদনের ভিত্তিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে