হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. সায়েম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই ছেলের মাসহ আরও কয়েকজন ছাদে ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড গোলাবাড়িয়া এলাকার আজমীর ভবনে এ ঘটনা ঘটে। 

সায়েম বেগমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ফাজিল মিয়ার বাড়ির নূর নবীর ছেলে। সে চৌমুহনী মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আজমীর ভবনের পাঁচ তলায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার বিকেলে সায়েমসহ আরও কয়েকজন শিশু পাঁচতলা ভবনের ছাদে খেলাধুলা করছিল। পাশে সায়েমের মা মোবাইলে তার এক প্রবাসী ভাইয়ের সঙ্গে কথা বলছিল। খেলার সময় অসাবধানতা বসত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায় সায়েম। 

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, খেলতে গিয়ে শিশুটি তার মাসহ অন্য বাচ্চাদের সামনে ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। পরিবারের আবেদনের ভিত্তিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা