চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে কিছু কিছু কনটেইনারে এখনো আগুন জ্বলছে। আজ রোববার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল।
কর্নেল বলেন, ‘আমরা সকাল থেকে কাজ করছি। আমরা মূলত এখানে যে সিভিল, কনটেইনার কর্তৃপক্ষ রয়েছে, তাদের সঙ্গে কথা বলে এবং ভায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।’
এই সেনা কর্মকর্তা আরও বলেন, ‘এখানে কিছু কনটেইনার আছে রাসায়নিক এবং কিছু আছে নরমাল কনটেইনার। এখানকার কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এগুলো আলাদা করার চেষ্টা করছি, যাতে এগুলো থেকে আবারও কোনো দুর্ঘটনা না ঘটে। এ ছাড়া এখানে যেন আর কোনো লোক না ঢোকে এবং কোনো দুর্ঘটনা ঘটলে কেউ আহত কিংবা নিহত না হয়, সেই চেষ্টা করছি আমরা।’
এক প্রশ্নের জবাবে হিমলে বলেন, ‘আমাদের ২৪ পদাতিক থেকে ২০০ জনের মতো লোক আছে। বিভিন্ন টেকনিক্যাল লোক আছে, যারা কাজ করছে। এখান থেকে বের হয়ে যাওয়া বিভিন্ন রাসায়নিক দ্রব্য বন্ধ করার চেষ্টা করছি। সবকিছু নিয়ন্ত্রণে আছে। আমাদের একটু সময় দিতে হবে, কারণ এখনো কিছু কনটেইনারে আগুন জ্বলছে।’
এর আগে আজ সকাল ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে সেনাবাহিনীর একটি প্লাটুন যোগ দেয়।
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও ৯টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এই সম্পর্কিত সর্বশেষ: