ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
আজ সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি নাহিদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে সিলেট থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন শিশুসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও চারজন।’
তিনি আরো বলেন, ‘আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে জেনেছি।’