হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিশু নিখোঁজের গুজব: পোশাক ও নির্মাণশ্রমিকদের সংঘর্ষ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

এক শিশু নিখোঁজের গুজবকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পোশাক ও নির্মাণশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে সিইপিজেডের ভেতরে ২ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন শিশু একটি নির্মাণাধীন ভবনে ঢুকেছিল; যার একজন নিখোঁজ রয়েছে অভিযোগ তুলে পোশাকশ্রমিকেরা নির্মাণশ্রমিকদের ওপর চড়াও হন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী উভয় পক্ষকে শান্ত করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘শিশু নিখোঁজের বিষয়টি গুজব ছিল। ইপিজেডের ভেতরে নির্মাণশ্রমিকদের সঙ্গে মীমাংসা হলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত সড়কে অবস্থান করেছেন পোশাকশ্রমিকেরা।’

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, ‘গুজব ছড়ানোর পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে তেমন গুরুতর নয়।’

ইপিজেড এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কয়েকটি কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় বেরিয়ে এসে একটি নির্মাণাধীন ভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ইপিজেড থানা, শিল্প পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়